আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ

শ্রেণি : আলিম সহায়ক বই
সংস্করণ : ২০২৪
পৃষ্ঠা :৬৪৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) : ৪৩০ টাকা

Buy Link


বইটির বৈশিষ্ট্য:

  • পাঠের আলোচ্য বিষয়সমূহ অনুধাবনের উদ্দেশ্যে প্রতিটি পাঠের নামকরণের তাৎপর্য সহজভাবে উপস্থাপন করা হয়েছে।

  • প্রতিটি পাঠের বিষয়বস্তুসমূহ আয়ত্তের সুবিধার্থে সারাংশ দেওয়া হয়েছে।

  • টেক্সট বইয়ে প্রদত্ত ইবারতের অনুবাদ, শাব্দিক অনুবাদ ও তাহকিক সহজ ও সাবলীলভাবে অনুশীলনের জন্য দেওয়া হয়েছে।

  • পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তাই অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর মানবণ্টন অনুযায়ী যথাযথভাবে লেখা হয়েছে।

  • পরীক্ষায় কমন উপযোগী পর্যাপ্ত সংখ্যক মাদরুস, গায়রে মাদরুসের প্রশ্নোত্তর, পাঠসংশ্লিষ্ট অতিরিক্ত ব্যাখ্যা, সংলাপ, শূন্যস্থান পূরণ, বর্ণনামূলক প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও বাক্যবিন্যাস সঠিক নিয়মে অনুশীলনের জন্য দেওয়া হয়েছে।